১। থানা/উপজেলা ও ইউনিয়ন আনসার কমান্ডারদের অস্থায়ী পদ সৃজন করে বাহিনীর বিদ্যমান সাংগঠনিক কাঠামোতে অন্তর্ভুক্ত করণ।
২। আরপি/ব্যান্ডম্যান/উপজেলা প্রশিক্ষক/প্রশিক্ষিকাদের বেতন বৈষম্য দূরীকরণ।
৩। আনসার ও ভিডিপি সদর দপ্তরের সাংগঠনিক কাঠামো (টিওএন্ডই) হালনাগাদকরণ।
৪।কয়েকটি উপজেলায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, থানা/উপজেলা প্রশিক্ষক এবং উপজেলা/থানা মহিলা প্রশিক্ষিকা এর পদ সৃজন।
৫। আভিযানিক প্রয়োজনে আনসার ব্যাটালিয়ন সমূহের সাংগঠনিক কাঠামো পুনঃগঠন।
৬। বিসিএস (আনসার) ক্যাডারে সৃজনকৃত পদ সমূহ তফসিলভুক্ত করণ।
৭। আনসার ও ভিডিপি হাসপাতাল পরিচালনার নিমিত্তে ৩৭ জন ১ম ও ২য় শ্রেণীর কর্মকর্তা সৃজিত পদে প্রেষণে নিয়োগের প্রস্তাব।
৮। বিসিএস (আনসার) ক্যাডারের সৃজনকৃত পদসমূহের বিপরীতে ছুটি,প্রশিক্ষণ ও প্রেষন বাবদ ১০% বিজার্ভ পদ সৃষ্টি।
৯।আনসার ও ভিডিপি হাসপাতাল, সফিপুর, গাজীপুর (১০০ শয্যা বিশিষ্ট) এ কর্মকর্তা/কর্মচারীদের নিয়োগ বিধি প্রণয়ন।
১০। আনসার ও ভিডিপি হাসপাতালে কর্মরত ডিপ্লোমাধারী নার্সদের পদমর্যাদা ৩য় শ্রেণী থেকে ২য় শ্রেণীতে উন্নীত করণ।
১১। আনসার বাহিনী প্রবিধানমালা, ১৯৯৬ আংশিক সংশোধন (প্রবিধি-৪ ও ৬ অঙ্গীভূত আনসারদের নতুন ইউনিফরম প্রবর্তনের ক্ষেত্রে)।
১২। গ্রাম প্রতিরক্ষা দল প্রবিধানমালা, ২০০৩ এর খসড়া অনুমোদন।
১৩। ব্যাটালিয়ন আনসার আইন ১৯৯৫ (১৯৯৫ সনের ৪ নং আইন)এর ধারা ১৫ (১) (ক) হতে (ট) এর সংযোজন (বরখাস্ত, অপসারন, বাধ্যতামূলক অবসর, পদাবনতি ইত্যাদি শাস্তি)।
১৪। দ্বিতীয় শ্রেণীর গেজেটেড সার্কেল অ্যাডজুট্যান্ট এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা/সহকারী অ্যাডজুট্যান্ট পদকে প্রথম শ্রেণীর (নন ক্যাডার) পদে উন্নীতকরণ।
১৫। ব্যাটালিয়ন আনসার (সংশোধন) আইন, ২০১০ সালের ৪৬ নং আইন সংশোধন। (ব্যাটালিয়ন আনসার সদস্যদের চাকুরী ৯ বছর হতে শূন্য বছরে স্থায়ীকরণ)।
১৬। বিসিএস (আনসার) ক্যাডার কর্মকর্তাদের পদমর্যাদা উন্নীতকরণ।
১৭। ব্যাটালিয়ন আনসার প্রবিধানমালা, ১৯৯৬ এর প্রবিধি ৩ ও ৪ সংশোধন (ব্যাটালিয়ন আনসারদের বয়স, শিক্ষাগত যোগ্যতা, উচ্চতা ইত্যাদি পরিবর্তন)।
১৮। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১ম ও ২য় শ্রেনীর কর্মকর্তাদের পোষাক (ইউনিফরম) ভাতার হার বৃদ্ধিকরণ।
১৯। ২০১৪-১৫ অর্থ বছরে ‘ওয়ার্ড দলনেতা-দলনেত্রী মৌলিক প্রশিক্ষণ’ হিল ভিডিপি পুনঃগঠন মৌলিক প্রশিক্ষন’ ‘ক্লাব-সমিতি পুনঃগঠন প্রশিক্ষণ’ রেলওয়ে বিস্তৃত ইউনিয়নে গ্রাম প্রশিক্ষণ’ এবং ‘মহাসড়ক বিস্তৃত ইউনিয়নে গ্রাম প্রশিক্ষণ’ এর বিষয়টি পরিকল্পনার পর্যায়ে আছে।
২০। আনসার বাহিনী প্রবিধানমালা ১৯৯৬ (৩ বছরের স্থলে ৫ বছর) সংশোধন ও গ্রাম প্রতিরক্ষা দল প্রবিধানমালা ২০১৩ এর খসড়া অনুমোদনের প্রস্তাব।
২১। ব্যাটালিয়ন আনসার সদস্যদের জন্য প্রচলিত অর্জিত ছুটি ১ মাস হতে ২ মাসে উন্নীতকরণের প্রস্তাব।
২২। গত অর্থ বছরে এ বাহিনীর অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। প্রায় ১৭২ কোটি টাকায় ১৫টি ব্যাটালিয়ন সদর দপ্তরে আধুনিক কমপ্লেক্স নির্মান প্রকল্প চলমান রয়েছে যা আগামী ডিসেম্বর ২০১৭ সালের মধ্যে সম্পাদিত হবে বলে আশা করা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস